মোঃ মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি:
রামু উপজলার কাউয়ারখোপ ইউনিয়নের হিন্দু পাড়া গীতা সংঘের উদ্যোগে ৩ দিন ব্যাপী সার্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী ১১ তম মহানামযজ্ঞ চলছে। সনাতন ধর্মালম্বীদের এ মহানামযজ্ঞকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে।
শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তথা কাউয়ারখোপ স্বর্গীয় বিপীন মহাজনের বাড়ীতে অনুষ্ঠিত অধিবাস কৃর্তনের মধ্যদিয়ে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) হতে শুরু হওয়া এ উৎসব শনিবার পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার ভোর ৫ টা ১ মিনিটে কীর্তন সহকারে নগর পরিক্রমা ও মঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে মহতী এ ধর্মসভার শুভ সূচনা হয়।
আজ শুক্রবার ব্রহ্মমুহুর্তে: শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভারম্ভ। সমাপনী দিন শনিবার ঊষালগ্নে : নগর কীর্তন সহকারে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও বৈষ্ণব বিদায়।
নামসুধা পরিবেশনায় থাকছেন শ্রী সমাধি আশ্রম সম্প্রদায় নোয়াখালী, শ্রী বাবা তারকনাথ সম্প্রদায় বরিশাল,শ্রী দয়াল কৃষ্ণ সম্প্রদায় চট্টগ্রাম, শ্রী সচ্চিদানন্দ সম্প্রদায় চট্টগ্রাম। এতে সকলে আমন্ত্রিত। পথ পরিচিতি রামু চৌমুহনী হতে কাউয়ারখোপ হিন্দু পাড়া উৎসব অঙ্গন।