“আজকের শিশু আগামীর বাংলাদেশ-শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী চাই” স্লোগানে চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন- “বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি”র উদ্যোগে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ১৭ মার্চ সন্ধ্যায় নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেনে বাওসোর সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজচিন্তক লেখক ফরিদ মাহমুদ, প্রধান বক্তা ছিলেন, বাওসোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল,
বাওসো’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এম. আওলাদ হোছাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজেদুল আলম চৌধুরী মিল্টন,বিশিষ্ট আইনজীবী এডভোকেট শুভাশীষ শর্মা, ব্যবসায়ী ওবায়দুল হক মনি, বাওসো’র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার স্বুপন বড়ুয়া চৌধুরী,অ্যাডভোকেট আলী মোহাম্মদ নিজাম উদ্দিন,
ইঞ্জিনিয়ার ফারদিন বাপ্পি, এডভোকেট মাসুদুল আলম,বাওসোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর এফ এ শাকিল,অর্থ সম্পাদক হাফেজ ক্বারী আমানুল্লাহ দৌলত,সাংবাদিক এম আলাউদ্দিন, সাংবাদিক এম.এ. তৈয়ব, জনি বড়ুয়া, ব্যবসায়ী এম জাহিদুল ইসলাম জাহিদ, প্রকৌশলী আব্দুল বাতেন, সমাজ কল্যাণ সম্পাদক মফিজুর রহমান,সংগঠক তানভীর আহমেদ, অধ্যক্ষ সাজ্জাদুল করিম খান, মোহাম্মদ জাহিদ প্রমুখ।
প্রধান অতিথি ফরিদ মাহমুদ বলেছেন, যারা প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শ চর্চা করেন তারা কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। বঙ্গবন্ধুর যে দীর্ঘ রাজনৈতিক বর্ণাঢ্য জীবন সেটা কখনো মসৃণ ছিল না তবুও তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে গেছেন।
প্রধান বক্তা লেখক ও সংগঠক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন,আজকের শিশু আগামীর বাংলাদেশ,সকল শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী চাই, শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ চর্চা করতে হবে, বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অসামান্য অবদানের বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়ে থাকবেন মাটিও মানুষের হৃদয়ে ।

সভাপতির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেছেন, সততাই আমার ব্যক্তি জীবনের বড় আদর্শ আমিও একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বাওসোর প্রতিটা কর্মীকে নৈতিক গুণাবলীর অধিকারী হতে হবে। আমরা আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সরকারের সহযোগী হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই বিশ্ব দরবারে।