করোনার এই দুর্দিনে ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানোর মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে চট্টগ্রামের শীর্ষ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি।
বাওসো’র ফুড ইভেন্ট ২০২১ ইফতার বিতরণ কর্মসূচী
১৮ এপ্রিল রবিবার বিকাল ৫ টায় সিআরবি থেকে
এই মানবিক কর্মসূচি শুভ উদ্বোধন করেন , বাওসো’র সহ- সভাপতি হোটেল সি ভিউ স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক পিয়াল রহমান।
বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা- নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, বাওসোর সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও মিডিয়া উইং এর প্রধান এম. আওলাদ হোসেন,প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাকিল আল মামুন, এডভোকেট মাসুদ উল আলম, বাওসো’র কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা ক্বারী আমানুল্লাহ দৌলত, রেড কার্পেট’র সিইও সান সাহেদ, ব্যাংকার রাজেশ রণি, প্রচার সম্পাদক সাংবাদিক এম. এ তৈয়ব, নকিব হোসেন, এম. এ মানিক,
কর্মসূচীর উদ্বোধন করে বাওসোর সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক পিয়াল রহমান বলেছেন, দেশ ও দশের কল্যাণে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘ দুই দশক ধরে মানবতার কল্যাণে যে অনবদ্য অবদান রেখে আসছে তার সাথে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত! সরকার ও দেশের বিত্তশালীরা দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসলে আশা করি কেউ অভুক্ত থাকবে না ইনশাল্লাহ!
বাওসোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, করোনাকালে ক্ষুধার্ত মানুষের আত্মচিৎকারে বিবেক নাড়া দিয়েছে, তাই বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, আশা করি রমজান মাস পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারবো ইনশাল্লাহ।
সিআরবি থেকে শুরু হওয়া কর্মসূচী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, লালখান বাজার থেকে কাজির দেউরী মোড় পর্যন্ত সর্বস্তরের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কর্মীরা।