মোঃ মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি,
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব তিতার পাড়া গ্রামে কথা কাটাকাটির জের ধরে পতিপক্ষ মাহাবুল আলম গংদের হামলায় এক বৃদ্ধ নারীসহ ৩ জন আহত হয়েছে। তারা হলেন আলম সাইর (৭০), নুরুল আলম (৫০)ও তর ছেলে ছৈয়দ আলম (২৩) বলে জানা গেছে। ঐ দিন রতে আহতরা স্থানীয় গর্জনিয়া বাজারের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধায় নিজ বাড়ির পাশে। ঘটনার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নুরুল আলম সিকদার এ প্রতিবেদককে জানান,মাহাবুল আলম একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানা ও আদালতে অনেক মামলা চলমান। এছাড়াও এলাকায় তার বিরুদ্ধে চুরি, চিন্তায়সহ অহরহ অভিযোগ রয়েছে। এলাকাবাসী কুখ্যাত এ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশানে হস্তক্ষেপ কামনা করেন।