মোঃ মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়িঃ**
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় পতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত হয়েছে। *এলাকাবাসী জানান, গত ১৯ এপ্রিল সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পতিপক্ষ মোঃ রাকিব,মোঃ ইমন, মোঃ তারেক রহমান, ও মুজিবুর রহমান গংদের নেতৃত্বে এ হামলা চালানে হয়। এতে জাগের হোসেন (৫০) পিতা- মোজাহের আহাম্মদ,তার ছেলে সাজেদ উল্লাহ (২০) গুরুতর আহত হয়। স্থনীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে লোহার রড ও দা দিয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলে জাগের হোসেন ও তার ছেলে সাজেদ উল্লাহ গুরুতর আহত হয়। লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পুত্র সাজেদ উল্লাহ সুস্থ হয়ে উঠলেও আজ পর্যন্ত তার অসহায় বৃদ্ধা পিতা জাগের হোসেন হাসপাতালের বিছানায় সংকটাপন্ন অবস্থায় মৃত্যুযন্ত্রনায় ধুঁকে ধুঁকে মরছে। তার বড় ছেলে এবাদত উল্লাহ জানান, পাওনা টাকা দেওয়ার নাম করে আমার পিতা ও ভাইকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধোর করে। ছোট ভাই একটু সুস্থ হলেও আমার পিতা বর্তমানে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়ছে। এবিষয়ে তিনি স্থানীয় গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে অবগত করেন। অভিযুক্ত মামুনর রশিদ টাকা পাওয়ার কথা স্বীকার করে বলেন,এঘটনা সঠিক নয়। তিনি রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী করেন, থাকেন কক্সবাজারে। তাই এ প্রতিবেদককে কক্সবাজার আসলে দেখে নেওয়ার হুমকি দেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরহাদ আলী জানান বিষয়টি তিনি অবগত আছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।